চন্দনাইশ প্রতিনিধিঃ
যাত্রী বেসে খুন করে লাশ ফেলে যাওয়াসহ ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টি, যানবাহন সেক্টরে অপরাধ রোধে চট্টগ্রামের দোহাজারীতে
চালক ও শ্রমিকদের সাথে সচেতনামুলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত ৯ জানুয়ারী বিকেলে দোহাজারী ট্রাফিক পুলিশ বক্সে দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাশ প্রধান বক্তা হিসেবে উপস্থিত দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রউফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিলুপ্ত দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ।
দোহাজারী ট্রাফিক বক্সের ট্রাফিক পরিদর্শক( টি আই) কবির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আবিদুর রহমান বাবুল, স্টার বাংলা আই পি টিভি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনি আচার্য্য, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক আজিমুশ শানুর হক দস্তগীর, সি প্লাস প্রতিনিধি মোঃ ফয়সাল চৌধুরী,টি এস আই জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা মোঃ ওসমান আলী, দোহাজারী হাইস মাইক্রো সমিতির সভাপতি আকতার হোসেন, দোহাজারী খাগরীয়া সি এন জি সমিতির সভাপতি বদি আলম, মোঃ হাফেজ প্রমুখ।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুর রউফ বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা আমাদের একা সম্ভব নয়, যাত্রী দের কে সচেতন এবং কোন অপরাধ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জানাতে হবে। চালকরা সচেতন হলে সড়কে যানযট ও দূর্ঘটনা অধিক কমে আসবে, সড়কে দুর্ঘটনা কমাতে যানবাহন চলাচলে সরকারের সকল নিয়মনীতি মেনে চলার জন্য চালক – শ্রমিক দের প্রতি আহ্বান জানান।