“মুজিব শতবর্ষ, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান ৭১ স্মৃতি সংসদ এর ব্যবস্থাপনায় গত ০৮ জানুয়ারি বিকেল তোপখানা রোড, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেধাবিকাশ সোসাইটির চেয়ারম্যান আনোয়ার হোসেন অপুর সঞ্চালনায় ও ৭১স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি (এসবি) বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন।
প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার বিপিএম-সেবা, এডিশনাল এস.পি, কবি মুহম্মদ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি যথাক্রমে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম সরকার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম মেহেদী হাসান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী কাজল আক্তার পপি।
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য স্টার বাংলার ভাইস-চেয়ারম্যান মোঃ ফায়জুল হক দস্তগীর (আজাদ) এর হাতে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ আনোয়ার হোসেন সম্মাননা স্মারক তুলে দেন।
আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদানের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।