জিয়াউল হক জিয়া, (কক্সবাজার) জেলা প্রতিনিধিঃ
ঢাকায় ভাড়াটে হিসেবে মাদকের চালান গন্তব্যে পৌঁছে দিতে গিয়েই হ্নীলার দুই বৃদ্ধা ও এক যুবক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক হয়েছে।
আজ ৫ জানুয়ারী সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকামেট্রো কার্যালয় (দক্ষিণ) এর সবুজবাগ সার্কেলের পরিদর্শক মোঃ ইব্রাহিম খানের নেতৃত্বে একদি দল মুগদার মানিকনগর বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে টেকনাফের হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত শরীফের স্ত্রী আলমাছ খাতুন (৫৪), আব্দুস সালামের স্ত্রী হাবিবা খাতুন (৪৮) এবং মোঃ ইদ্রিসের পুত্র মোঃ রিদোয়ান হোসেন রিয়াজ (২০) কে ২হাজার ৪শ পিস ইয়াবাসহ আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর স্থানীয় থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, টেকনাফের প্রত্যন্ত এলাকায় মাদক বিরোধী অভিযান ঝিমিয়ে পড়ায় মাদক কারবারীরা অসহায় দরিদ্র মহিলা, বেকার জনসাধারণ ও স্কুল-মাদ্রাসায় পড়ুয়া শিশু, কিশোর ও যুবকদের মাদক বহনে ব্যবহার করছে। ধৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত মাদক গডফাদারদের মুখোশ উম্মোচন করে আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে।