জিয়াউল হক জিয়া, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
টেকনাফে মিয়ানমার থেকে পাচারকালে বিজিবি সদস্যদের দাওয়া খেয়ে ১ কোটি ৮০ লাখ টাকার মূল্যের ৬০হাজার পিস ইয়াবা বড়ি ফেলে পালালেন পাচারকারী। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন, রোববার রাতে হোয়াইক্যং খারাংখালী সীমান্ত চৌকির বিশেষ টহল মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্য পায়। পরে সীমান্ত ফাঁড়ির উত্তর-পূর্ব পাশে বেড়িবাঁধ সংলগ্ন লবণ মাঠে কৌশলী অবস্থান নেয়।
কিছুক্ষণ পরে এক ব্যক্তি একটি বস্তা কাঁধে নিয়ে বেড়িবাঁধ অতিক্রম করে লবণ মাঠ দিয়ে গ্রামের দিকে আসার পথে বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে দৌঁড়ে কেওড়া বাগানের ভেতর দিয়ে নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে সাঁতারে মিয়ানমারের দিকে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাটি জব্দ করা হয়। ওই বস্তার ভেতর থেকে ৬০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, জব্দ করা ইয়াবা গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রকব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করা হবে।