জিয়াউল হক জিয়া,(কক্সবাজার) জেলা প্রতিনিধিঃ
টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার থেকে দুইটি অস্ত্র সাড়ে সাত হাজার ইয়াবা, প্রায় তিন লাখ টাকা ও দুটি গুলিসহ পাঁচজন মাদক কারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ তিনজন আহত হয়েছেন।
আটক আসামিরা হলেন- মো জাহেদ হোসেনের প্রথম স্ত্রী হাসিনা বেগম, দ্বিতীয় স্ত্রী জোসনা আক্তার, জাহিদ হোসেনের ভাই নবী হোসেন, রোহিঙ্গা নাগরিক আবদুল জলিল ও মামুনুর রশিদ।
গতকাল শুক্রবার ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়া এলাকার মো জাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুটি অস্ত্র (শটগান), সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ২ লাখ ৯৬ হাজার ৬০০টাকাসহ ৫জনকে আটক করা সম্ভব হয়েছে।ঘটনার সত্যটা নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারি পরিচালক মো সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ইয়াবার একটি বড় চালান এনে মজুদ করা হয়েছে। সে সূত্র ধরে, শুক্রবার ভোররাতে, উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সাতঘড়িয়াপাড়ার বাসিন্দা মো জাহিদ হোসেনের বাড়িতে অভিযানে যান। এসময় বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন বাড়িতে গেলে মাদক কারবারিরা তাদের লক্ষ্য করে গুলি চালাতে গিয়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এতে সহকারি পরিচালকসহ তিনজন সদস্য আহত হয়েছেন। পরে মাদক কারবারীদের আটক করে বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি অস্ত্র (শটগান), সাড়ে সাত হাজার ইয়াবা বড়ি, মাদক বিক্রয়ের ২ লাখ ৯৬ হাজার ৬০০টাকা ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় বাড়ির মালিক মো জাহিদ হোসেনকে পলাতক আসামি করে মামলা রুজু করা হয়।