গাইবান্ধায় মহান বিজয় দিবস উপলক্ষে পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে বিভিন্ন খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী রামনাথের ভিটার মাঠে এসব খেলাধূলা অনুষ্ঠিত হয়।
পুরাতন বাদিয়াখালী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-১৮ ব্যাচের শিক্ষার্থী সাইফ আহম্মেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা সভাপতি এ, কে, এম সালাহউদ্দিন কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাদিয়াখালী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ও ৭১ বাংলা টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম পরশ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মনির হোসেন, জোবায়ের, শান্ত, শাওন, আকাশ, আশিক প্রমুখ।
পরে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে গাছের চারা ও পুরষ্কার বিতরণ করা হয়।