মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বিতা প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
২০ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়l
নির্বাচনে হোয়ানক ইউনিয়নে ৪নং ওয়ার্ডে ফুটবল মার্কা বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে অংশগ্রহন করা দুই প্রার্থী মোঃ রশিদ, আবুল কাশেম, শান্তিপূর্ণভাবে ভোট কাস্টিং করার পর বিপুল ভোটে পরাজিত।
সেলিম সিকদার বলেন, আমি নির্বাচিত হয়েছি সেটা বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হলো ভোটারদের দেয়া প্রতিশ্রুতি গুলো বাস্তবায়ন করা। আমার উদ্দেশ্য হোয়ানকের ৪নং ওয়ার্ডকে মড়েল হিসেবে গড়ে তোলা। সবাই আমার জন্য দোয়া করবেন।