করোনা মহামারীতে সাড়া দেশের ন্যায় ময়মনসিংহ নগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দীর্ঘ দেড় বছর যাবৎ বন্ধ থাকার পর খোলার প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশক্রমে ময়মনসিংহ সিটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ পুলিশ লাইন হাই স্কুল, বর্ডারগার্ড স্কুল এন্ড কলেজ, নাসিরাবাদ কলেজে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ প্রসঙ্গে মেয়র টিটু বলেন-করোনা মহামারীর কারনে প্রায় দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণায় আজ মুখরিত প্রতিটি শিক্ষাঙ্গণ। আর তাই স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করা হলে, বিশেষতঃ মাস্ক পরিধান, সাবান পানি দিয়ে বার বার হাত ধৌত করাসহ সামাজিক দুরত্বশতভাগ নিশ্চিত করলে কোমলমতি শিশুসহ প্রতিটি শিক্ষার্থীর করোনা সংক্রমনের ঝুঁকি কমে যায়। আর এজন্যই আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক বিতরণ করছি। এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হাত ধোয়ার ব্যবস্থাও করে দেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।
সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে মাস্ক বিতরণকালীন সময়ে উপস্থিত ছিলেন-নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী প্রকৌশলী যান্ত্রিক শফি কামাল, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারী ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ আরো অনেকে।