সনাতন ধর্ম অনুরাগীদের শারদীয় শুভেচ্ছা। সনাতনীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।
শারদীয় দূর্গােৎসব উপলক্ষ্যে সনাতন সম্প্রদায়ের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা। সমাজে অন্যায়, অবিচার অশুভ শক্তি ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে।
আবহমানকাল ধরে এ দেশের সনাতন সম্প্রদায় বিপুল উৎসাহ -উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে
দূর্গাপূজা পালন করে আসছে।
এ উৎসব সর্বজনীন। দূর্গাৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করুক এ কামনা করি।
রতি কান্ত রায় বলেন, দূর্গাপুজা নিয়ে আসুক সবার মাঝে আনন্দ ও সনাতন সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকরণীয় ঐতিহ্যে সমৃদ্ধ কুড়িগ্রাম জেলা। এখানে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষদের ধর্মীয় উৎসবের আনন্দ উপভোগ করে। একে অন্যের প্রতি সহযোগিতার হাত
প্রসারিত করে দেয়। যুগযুগ ধরে চলে আসা সম্প্রীতির এই বন্ধন অটুট থাকুক সব সময় এমনটা প্রত্যাশা করেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্যবীধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে মা দূর্গার পূজা করার আহব্বান জানান।
কুড়িগ্রাম জেলাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনসহ শান্তিপূর্ণভাবে পূজা উৎযাপনে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।