আজিমুল গনি, সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ জিকু (দিবা অটো ইউসড স্পেয়ার পার্টস)এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার কৃতিসন্তান মজিদার পাড়া উজির ভিটা নিবাসী জনাব নুরুল আমিন প্রকাশ( দুবাই শাহ আলম), মরহুম আলহাজ্ব নুরুল ইসলাম প্রকাশ (দুবাই নুরুল ইসলাম)এর ছোট ভাই তার চট্টগ্রামস্থ নিজ বাসভবনে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৮ বছর, তিনি দুই পুত্র দুই মেয়ে রেখে যান,তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন লোহাগড়া (প্রবাসী)জিকু ইউসড পার্টস ব্যবসায়ী মালিকগণ। এবং তার শোকাহত পরিবারকে সমবেদনা জানান। আগামীকাল ০৬/০৮/২১ইং জুম্মাবার সকাল ১১টায় তার নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এবং প্রবাসে জুমাবার বাদে মাগরিব সারজাহ (জিকু) উনার প্রতিষ্ঠান প্রাঙ্গণে গায়েবী জানাযা অনুষ্ঠিত হবে। লোহাগাড়ার প্রবাসী ইউসড পার্টস ব্যবসায়ীগন ও বিভিন্ন মহল।