চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ বালু মহলে অভিযান চালিয়ে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তিন লাখ ঘনফুট বালুও জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ খোরশেদ আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। সাথে ছিলেন লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার জঙ্গল পদুয়া এলাকার উলিরবিল, ধন্যারবিল, কাঠালেরচর এলাকায় সহ বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। আজ এসব স্থানে অভিযান চালিয়ে
অবৈধ বালু উত্তোলনের দায়ে মোবারক ও মো: ফয়েজ কে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বালু খেকোদের কোন প্রকার ছাড় নেই।