কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা নুর আলী পাড়ার জাকির ডেইল গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ০৩ জন অপহৃত ভিকটিম কে উদ্ধার করেছে র্যাব -১৫ সিপিসি -১ টেকনাফ।
উদ্ধার কৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার মৃত আ. মোতালেব এর পুত্র মোঃ মোক্তার হোসেন (২৭), নোয়াখালী জেলার মৃত হুমায়ন এর পুত্র মোঃ আজিজ (২৪) ও নারায়ণগঞ্জ জেলার মৃত আসকর আলী পুত্র মোঃ আল আমিন।
কক্সবাজার র্যাব -১৫ এর সিঃ সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শনিবার দুপুরে র্যাব -১৫ সিপিসি -০১ টেকনাফ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী নেতৃত্বে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুর আলী পাড়ার গহীন পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের আস্তানায় অভিযান চালায় । পরে ঘটনাস্থল হতে মুমূর্ষু তিন যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
র্যাব আরো জানায়, নির্মাণ কাজ দেয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকা হতে ডেকে নিয়ে গত ২৪ সেপ্টেম্বর ওই তিনজনকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পাহাড়ে তাদের আস্তানায় নেয়ার পরে স্বজনদের ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
স্থানীয়দের অভিযোগ, টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলির অবস্থান পাহাড়ি এলাকায় হওয়ায় প্রতিনিয়ত অপহরণ, খুন, গুমসহ নানান অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যেখানে টর্চার সেল, গণ কবর, অস্ত্র তৈরির কারখানাও রয়েছে। অনতিবিলম্বে এই রোহিঙ্গাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা হওক।