মোঃ জামাল হোসেন খান, বরগুনা জেলা প্রতিনিধিঃ-
বেতাগীতে উপজেলা যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কাজে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ.বি.এম গোলাম কবির। এ লক্ষে পৌর সভার পক্ষ থেকে উপহার প্রদান এবং পৌর কার্যালয়ের একটি কক্ষ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ব্যবহারের ঘোষনা দেওয়া হয়।
বুধবার (০৮ সেপ্টেম্বর) দুপুর ১ টায় পৌরসভা মিলনায়তনে সংগঠনের স্থানীয় দলনেতা মো: অলি আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এ.বি.এম গোলাম কবির। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক লায়ন মোঃ শামীম সিকদার, পৌরসভার প্যানেল মেয়র মো: কামাল হোসেন পল্টু, পৌর কাউন্সিলর রমেন চন্দ্র দেবনাথ, আব্দুল মন্নান, নাসির উদ্দিন, জিয়াউর রহমান জুয়েল, রিনা বেগম ও রোফেজা আক্তার। অনুষ্ঠানে বেতাগী পৌর মেয়র এ.বি.এম গোলাম কবির যুব সদস্যদের মাঝে উপহারস্বরুপ ৫০ পিস টি-শার্ট প্রদান ও সভার পক্ষ থেকে “বেতাগীর সম্পদ” হিসেবে তাকে ভূষিত করেন করে। এ সময় পৌর মেয়র মানবিক বিবেচনায় বেতাগী পৌর কার্যালয়ের একটি কক্ষ যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ব্যবহারের জন্য ঘোষনা দেন।