ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র উদ্যোগে এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে নির্মাণ করা হচ্ছে “বঙ্গবন্ধু কর্ণার”।
২৫ অক্টোবর সোমবার বেলা ১২টার দিকে স্পট পরিদর্শন করেন-ময়মনসিংহ সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু। পরিদর্শনে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও এডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনকে ঘিরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতির খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ জিল্লুর রহমান, সহকারী প্রকৌশলী আজহারুল ইসলাম।