ময়মনসিংহ নগরীতে বসবাসরত ৩য় লিঙ্গ (হিজড়া) সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন-নগরীর পথে-ঘাটে জনসাধারন যেন অহেতুক বিবস্রের পাশাপাশি হয়রানির স্বীকার না হয় সে দিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
২৭ সেপ্টেম্বর ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
তিনি আরো বলেন-সমাজ যেন ক্ষতিগ্রস্ত না হয় এমন কাজ করা যাবে না। দোকান, বাজার, বিয়ে বাড়িসহ সামাজিক অনুষ্ঠানে কোন অবস্থাতেই চাঁদা আদায় করা যাবে না। এ ছাড়াও বিভিন্ন কর্মকান্ড থেকে হিজড়াদেরক আহ্বান জানান তিনি।
সভায় হিজড়া সম্প্রদায়গণ তাদের বিভিন্ন সমস্যার কথা ওসি শাহ কামাল আকন্দের কাছে তুলে ধরেন।