ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় আপন কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা রফিকুল ইসলাম রিপন (৩৯)-নামের এক ব্যক্তিকে আটক করেছে মুক্তাগাছা থানা পুলিশ। পরে ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে মুক্তাগাছা থানা পুলিশ।
ধর্ষণের বিষয়টি স্টার টেলিভিশনকে নিশ্চিত করে মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া বলেন-গত ১০ আগষ্ট ভিক্টিমের মা বাড়িতে না থাকার সুযোগে কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে ভিক্টিমের বাবা রিপন। ধর্ষণের বিষয়টি লোক লজ্জা ও ভয়ে কাউকে মুখ ফুটে বলতে পাড়েনি ভুক্তভোগী ওই কিশোরী মেয়ে। এরপর গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরীর মা পূনরায় বাড়িতে না থাকার সুযোগে আবারো জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন ওই কিশোরীর বাবা রিপন। পরে কিশোরীর ম বাড়িতে আসলে ওই কিশোরী তার মাকে সব কথা খুলে বলেন।
ভুক্তভোগী ওই কিশোরীর মা ওই দিনই মুক্তাগাছা থানায় বাদী হয় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে রফিকুল ইসলাম রিপনকে আটক করে আজ বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরন করেছেন মুক্তাগাছা থানা পুলিশ।