মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দিনমজুর মালেক গাজী আজ সকাল আনুমানিক ১০ টায় নারিকেল গাছ থেকে বিদুৎটিস্ট হয়ে ছিটকে পরেগিয়ে গুরুতর আহত হয়ে মেহেন্দিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে নিহত হয়।সুত্রে জানা যায়,সাদেকপুর প্রামের অবসর প্রাপ্ত শিক্ষক মাস্টার সিরাজুল হক শাহ এর বাড়িতে নাড়িকেল গাছে উঠে দিনমজুর মালক গাজী। নাড়িকেলের পাতার সাথে বিদুৎএর খোলা তার সংযুক্ত হয়ে বিদুৎপিস্ট হয়ে তিনি গাছ থেকে পরেগিয়ে মাথায় গুরুতর আহত হয়। এবিষয়ে পরিবারের পক্ষথেকে কোন প্রকার অভিযোগ না থাকায় পরিবারের পক্ষথেকে লিখিত আবেদন পত্র জেলা প্রশাসক মহদয়ের অনুমদন সাপেক্ষে মেহেন্দিগঞ্জ থানা কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করবে বলে জানান ওসি।