মেহেন্দিগঞ্জে উপজেলার সদর ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গনে কয়েকটি গ্রামের শতশত মানুষ আজ সকাল ১১ টায় ভাঙ্গন তীরবর্তি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।মেঘনার করাল গ্রাসে ইলিশা, মাঝকাটা,তেতুলিয়া নদী ভাঙ্গনে সাদেকপুর রুকুন্দি গ্রামের শতাধীক পরিবার আজ গৃহহারা।ঐতিহ্যবাহী শতবছরের সাদেকপুর দাখিল মাদ্রাসাটি নদীগর্ভে বিলীন।দুই গ্রামের ৪ টি প্রথমিক বিদ্যালয় ও একটি বহতল ভবন সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়টি নদী ভাঙ্গনের হুমকিকরমুখে।স্থানীয়দের মানববন্ধবে অংশগ্রহন করেন লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন, সাদেকপুর ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির চাপরাসী ও সমাজ সেবক মোয়াজ্জেম পোদ্দার।ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাজাহান আখন সহ স্থানীয় লোকজন। লেখক ও চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন নদীর ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় এমপি পংকজ নাথের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন । সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয় এবং সাদেকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ য়েকটি শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ক্ষতিগ্রস্থ হবে হাজারো পরিবার।