উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন-রতন স্যার ছিলেন আমাদের পথ প্রদর্শক ও প্রিয় অভিভাবক। তাঁর মৃত্যুতে আমাদের খুব বড় ধরনে ক্ষতি হয়ে গেল। আমরা আমাদের একজন প্রিয় অভিভাবককে হারালাম। তাঁর স্মৃতি আমাদের কাছে থাকবে অনন্তকাল।
মুকুল নিকেতন এক্স স্টুডেন্টস্ স্পোর্টস ক্লাবের আহ্বায়ক মোঃ নাসিম আহাম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, আমীর আহম্মেদ চৌধুরি রতন’র স্ত্রী ইভানা চৌধুরী, বাংলাদেশ টিমের সাবেক ক্রিকেটার হারুন-অর-রশিদ, সানোয়ার হোসেন, প্লাবনসহ ময়মনসিংহ নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলায় মুকুল ৯৮ ক্রিকেট দল ও মুকুল ৮৯ ক্রিকেট দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এতে মুকুল ৯৮ ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ৫১ বলে ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। পরবর্তীতে জয়ের লক্ষ্যে মুকুল ৮৯ ক্রিকেট দল ৫১ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ৯৯ রানে অলআউট হয়। মুকুল ৯৮ ক্রিকেট দল ১৯ রানে জয়লাভ করে জয় লাভ করে।
প্রসঙ্গতঃ টুর্নামেন্টে ৫১ বলের খেলায় ৩২টি দল অংশ গ্রহণ করেন।