একটি শিশুর চিকিৎসা সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে পানছড়ি থানা পুলিশ। “পায়ুপথ নেই, শিশু জুনায়েদের চিকিৎসায় দরকার লক্ষাধিক টাকা” এই প্রতিবেদকের লেখাটি দৃষ্টি গোচরে আসে পানছড়ি থানার ওসি আনচারুল করিমের। ওসির নেতৃত্বে থানার সকল পুলিশ সদস্যরা এগিয়ে আসে শিশুটির পাশে। অবশেষে শিশু জুনায়েদের বাবার হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তা। পানছড়ি থানা পুলিশের আথিতিয়তা ও সহায়তা পেয়ে বার বার কৃতজ্ঞতার কথা জানান শিশুটির বাবা ইউনুছ। ফুটফুটে শিশু জুনায়েদের বয়স এখন এক মাস পঁচিশ দিন। জন্ম থেকেই তার পায়ুপথ নেই। চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ডা: মোজাম্মেল হকের অধীনে অপারেশনের মাধ্যমে পেট কেটে অস্থায়ী মলত্যাগের পথ করে দেয়া হয়। এতে খরচ হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকা। স্থায়ী পায়ুপথের জন্য আরো দুটি অপারেশন জরুরী। তাতে খরচ হবে প্রায় লক্ষাধিক টাকা। মাসখানেকের মধ্যে অপারেশন দুটো সম্পন্ন করতে হবে। সহায় সম্বলহারা ইউনুছ সন্তানের চিকিৎসার জন্য ০১৮২৮৩৬৪১৫৪ (নগদ) ০১৮৪৩০৪৯৭৪৬ (বিকাশ) নাম্বারে সহযোগিতার হাত বাড়াতে আকুতি করছে।