চট্টগ্রাম – ১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী বলেন, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছেন, প্রতিবন্ধীদের মেধাশক্তি কাজে লাগতে হবে, প্রতিবন্ধীদের অবহেলা না করে তাদের পাশে দাঁড়াতে হবে।দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার সমান সুযোগ দিতে সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সারাদেশে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়ন শাহপীর পাইল্ট উচ্চ বিদ্যালয়ের সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম সম্প্রারিত ভবন উদ্ধোধনে প্রধান অতিথির বক্তব্য তিঁনি এসব কথা বলেন, এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমাজসেবা উপ-পরিচালক শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, আহসান হাবীব জিতু, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী ,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী মুুহাম্মদ আরমান বাবু রোমেল, সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছফা চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা সামাজ সেবা অফিসার দেলোয়ার হোসনে,আওয়ামীলীগ নেতা নুরুল আলম জিকু প্রমুখ।