পানছড়ি প্রতিনিধি (খাগড়াছড়ি):-
পানছড়ি লোগাং জোন ৩ বিজিবি কর্তৃক ৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। যার মাঝে ছিল চাল, ডাল, আটা, লবন, আলু , পিয়াজ ইত্যাদি। ৩১ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় ৩ বিজিবি সদর দপ্তরে এসব সামগ্রী বিতরণ করেন ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক লে: কর্ণেল রুবায়েত আলম। এ সময় তিনি বলেন, এলাকার পাহাড়ী-বাঙ্গালী সম্প্রদায়ের অসহায়দের পাশে থেকে আমরা সব সময় সহায়তা প্রদান করে থাকি। এভাবে ভবিষ্যতেও বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান ও অসুবিধা দুর করার চেষ্টা করবো। তিনি আরো বলেন, এলাকার সকল সম্প্রদায়ের জনসাধারণের মধ্যে সহবস্থান নিশ্চিতের মাধ্যমে এলাকার শান্তি-সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে ৩ বিজিবি নিরলস কাজ করে যাচ্ছে। খাদ্য সামগ্রী নিতে আসা মিন্টু ত্রিপুরা, রিবেক চাকমা, রুবি আক্তার, ফয়জুন্নেছা, জয় ত্রিপুরা খাদ্য-সামগ্রী পেয়ে খুব খুশীর কথা জানান। ৩ বিজিবি খাদ্য সামগ্রী ছাড়াও নানান সামাজিক কর্মকান্ডে এলাকার মানুষের মনের কঠোরে স্থান করে নিয়েছে। যার মাঝে ছিল সেলাই জানা বেকার মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ, ভ্যান গাড়ী, ঢেউটিন বিতরণ, কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের সামনে যাত্রী চাউনি নির্মান, বই বিতরণ, ক্রীড়া সামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান ছিল উল্লেখযোগ্য।