এবি রহমান, পটিয়া প্রতিনিধিঃ
পটিয়ায় ০৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে জাতীয় শ্রমিক লীগ কচুয়াই ইউনিয়ন শাখার উদ্যোগে কচুয়াই ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ফেরদৌস খানের সঞ্চালনায় কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন কচুয়াই ইউনিয়ন শ্রমিক লীগ নেতা ও বঙ্গবন্ধু পরিষদ কচুয়াই ইউনিয়ন শাখার সহ ক্রীড়া সম্পাদক আরমান হোসেন (সাদ্দাম) এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল খালেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক রফিক হাসান, এবং বিশেষ অতিথি পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এনামুল হক মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুর রহিম, কচুয়াই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল নবী, মনজুর আলম, মনজুর হোসেন খান, রবিউল, হাজী হারুন, কচুয়াই ইউনিয়ন যুবলীগ নেতা, নাজিম উদ্দিন, কচুয়াই ইউনিয়ন শ্রমিক লীগ নেতা, ফরিদ, রহিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য নাঈমুল শোভন ও কচুয়াই ইউনিয়ন ছাত্রলীগ নেতা একরামুল হক মজুমদার (রবিন) আলী আকবর (ইমন) এছাড়া আরো উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।