খাগড়াছড়ি দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু পিত আলী আশ্রাফ ইন্তেকাল করেছেন। শুক্রবার সকাল পৌনে ৭টায় দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনীত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন।
তাঁরকালে তিনি তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহ¦াজ মোহাম্মদ কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, কবাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. মফিজুর রহমান শোক প্রকাশ