মহান বিজয় দিবস উপলক্ষ্যে পেশাজীবী সামাজিক সংগঠন “ডুৃমুরিয়া ফাউন্ডেশন এর উদ্দোগ্যে, সোনামুখ বিজয় মেলা আন্দুলিয়াতে ” ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়।
ক্যাম্পেইন ভার্চুয়ালী উদ্ভোদন করেন,প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃবিশ্বাস আখতার হোসেন ও সভাপতি অধ্যক্ষ আঃরশীদ মোড়ল।
সার্বিক দিকনির্দেশনায়-সাঃসম্পাদক-শামীম আহমেদ বাপ্পী।
ক্যাম্পেইন তদারকি করেন,স্বেচ্ছাসেবী সমন্বয়ক-ইয়াছিন মোল্যা।
কার্যক্রম পরিচালনা করেন,স্বেচ্ছাসেবী সদস্য-রব্বানি বিশ্বাস,এফ এম আজিজুর রহমান,শেখ সোহেল রানা,শফিকুল ইসলাম রানা,সৌরভ, জাকিয়া সুলতানা ঋতু সহ প্রমুখ।