টেকনাফ থানার পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোররাতে টেকনাফ মডেল থানা পুলিশের এসআই শফিউল আলম-এর নেতৃত্বে একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে টেকনাফ থানাধীন ডেইলপাড়া আলম-এর পানবরজের পূর্বপার্শ্বের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকের পর তাদের সংগে থাকা চার হাজার পিস ইয়াবা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. হাসান (২৭) ও হোছন (২৭)।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে