টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউপিস্থ মনির ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে ১০, হাজার পিস ইয়াবাসহ ২ জন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে র্যাব -১৫
২০ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ মনির ঘোনা সাকিনস্থ মাদ্রাসা ইসলামিয়া আজিজুল উলুম এতিমখানা ও হেফজখানার প্রধান গেইটের সামনে টেকনাফ হতে কক্সবাজারগামী পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন ।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ এর একটি চৌকস টিম রাত ১১ টার সময় উক্ত স্থানে পৌঁছালে র্যাব
সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার শেষটা করলে তাদের কে আটক করতে সক্ষম হয়।
(রোহিঙ্গা) কালা মিয়ার পুত্র ,মোঃ আয়াত উল্লাহ, ( ১৯ ) গ্রাম – থাইংখালী , ক্যাম্প নং -১৯
রোহিঙ্গা ) আব্দুল হক এর পুত্র শহিদুল মোস্তফা ( ২০ )
গ্রাম- বালুখালী , ক্যাম্প নং -০৮ , উভয় থানা – উখিয়া , জেলা- কক্সবাজার।
এ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীদের দেহ তল্লাশী করে সর্বমোট ১০, হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
জিজ্ঞাসাবাদে আসামীদের কাছ থেকে জানা যায় , তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে ।
আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।