কক্সবাজারের টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস সহ (ক্ষতিকর মাদক)নিয়ে একজনকে আটক করেছে বিজিবি।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান সাংবাদিকদের জানান, বুধবার (২২সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার সোনা মিয়ার বাড়ি ঘেরাও করে তল্লাশী চালিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে পালানোর সময় সোনা মিয়ার পুত্র মোঃ মুজিবকে (২০) আটক করে।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাড়ির সিলিংয়ে অভিনব কায়দায় লুকানো ২ কেজি ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমান ১০ কোটি টাকা।
তিনি আরো জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।