‘জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলা চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাইয়ুম চৌধুরী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম কাজল, মমিন, সাজেদ, সহ কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাইয়ুম চৌধুরী বলেন, ইঁদুর একদিকে যেমন ফসলের ক্ষতি করে অন্যদিকে মানুষের প্রয়োজনীয় কাগজপত্র, আসবাব পত্রসহ গূরুত্বপূর্ণ জিনিসের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই আমাদের সজাক থাকতে হবে এ ইঁদুর থেকে। ফসল ও প্রয়োজনীয় জিনিসের ক্ষতি লাঘবে প্রতিবছর কৃষি বিভাগ ইঁদুর নিধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে।