কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ । মাছটি বিক্রি হয়েছে ১৮ হাজার ৬০০ টাকা।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পুটিমারী কাজলডাঙ্গা এলাকায় ব্রহ্মপুত্র নদে খিরুরাম দাসের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। পরে তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে বিক্রি করেন।
জানাগেছে, খিরুরাম দাস থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা এলাকায় ব্রক্ষপুত্র নদে বৃহস্পতিবার ভোরে বড় মাছের আশায় জাল
ফেলেন । ভোরের দিকে তার জালে মাছটি ধরা পড়ে । পরে তিনি ধনেশ্বরের কাছে বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী ধনেশ্বর বলেন, মাছটি তিনি ১২”শ টাকা দরে থানাহাট বাজারে নিয়ে এসে বিক্রি করেছেন।
উপজেলা মৎস অফিসার নুরুজ্জামান খান বলেন, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে এরকম বড় মাছ ধরা পড়ে। এটি স্থানীয় জেলে এবং ক্রেতাদের জন্য খুশির খবর।