মোহাম্মদ নাসির উদ্দিন বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম জেলা প্রতিনিধি (দক্ষিণ): চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় । অবৈধভাবে শঙ্খ নদী হতে বালু উত্তোলন ও সরকারী বিধি নিষেধ অমান্যের কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ৭ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
জানা যায়, ২৫ আগষ্ট দুপুরে দোহাজারী পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ টি মামলায় এ সব জরিমানা করা হয়।
জরিমানাকৃতদের মধ্যে রয়েছে, শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহল ব্যবস্থাপনা আইনে হালিশহর ঈদগাহ’র মৃত আবদুল গফুরের ছেলে মোঃ জাহেদকে ৫০ হাজার, কুমিল্লার চান্দিনার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ জসিম উদ্দিনকে ৫০ হাজার, সরকারী বিধি নিষেধ অমান্য করে মাস্ক ব্যবহার না করায় দোহাজারী হ্যাপি ফার্মেসীর মোঃ ইমনকে ৩ হাজার, খাজা ফার্মেসীর আবদুল গফুরকে ২ হাজার, জাহেদ ফার্মেসীর জাহেদকে ১ হাজার এবং ৫ জন ক্রেতাকে ১ হাজার ৪ শত টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।