জুবায়ের খন্দকার, ময়মনসিংহঃ-
৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ নগরীর স্থানীয় বাঘমারা বয়েজ মেডিকেল কলেজ হোষ্টেলে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তারা দুজনই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ সদর সার্কেল এএসপি আলাউদ্দিন গণমাধ্যমকর্মীদেরকে বলেন-আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় দু’জন আহত হয়েছেন। তবে ঘটনাস্থলে তাৎখনিকভাবে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় এলাকাবাসী এবং পুলিশের দেওয়া তথ্যমতে জানা গেছে যে, নগরীর বাঘমারা বয়েজ মেডিকেল কলেজ হোষ্টেলে বাহিরাগত ছেলেরা এসে প্রায়ই বিরক্ত করতে আসে। বিরক্তের পরিমান বেড়ে যাওয়ায় মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসান মাহমুদ বাঁধা দেয়। আর এতেই মেডিকেল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি অনুপম সাহা ও সাধারন সম্পাদক হাসান মাহমুদ গ্রুপের মধ্যৈ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের সভাপতি অনুপম সাহার জামায় রক্তের দাগ দেখা গেছে বলে তারা জানান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই শফিকুল ইসলাম বলেন-আহত দু’জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম ও ঠিকানা জানা যায়নি।